ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাগরে নিম্নচাপ

আনোয়ারায় নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

আনোয়ারায় নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

শঙ্খ নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। ছবি: সমকাল

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ২১:০০

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। এতে তলিয়ে গেছে কৃষিজমি ও মৎস্যঘের। জোয়ারের পানিবৃদ্ধি পেলে শত শত বসতবাড়ি ডুবে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের।

আজ বৃহস্পতিবার সকালে শঙ্খ নদের জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শঙ্খ নদের নাপিত খাল এলাকায় বেড়িবাঁধ ৩০-৪০ ফুট ভেঙে যায়। ভাঙনে জোয়ারের পানি ঢুকে ওই এলাকায় তলিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, জুঁইদন্ডী ইউনিয়নের মাঝির ঘাট থেকে নাপিত খাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ফাটল ধরেছে। রব্বাত মিয়ার বাড়ি থেকে মৌলি বাজার পর্যন্ত ১ কিলোমিটার বেড়িবাঁধ নদীভাঙনে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদী এলাকায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৪ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও বেড়িবাঁধের কাজ না করায় নিম্নচাপের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে কৃষি জমিতে সবজি চাষ ও মৎস্যঘের তলিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী বলেন, সকালে জোয়ারের প্রবল স্রোতে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এসব এলাকায় কৃষি জমি ও মৎস্যঘের ডুবে গেছে। দ্রুততম সময়ে বাঁধ বাঁধতে না পারলে পুরো ইউনিয়নের শত শত ঘরবাড়ি ডুবে যেতে পারে।

শাহাদাত হোসেন নামের এক কৃষক বলেন, জোয়ারের পানি ঢুকে আমার সবজি খেতে ক্ষয়ক্ষতি হয়েছে। ভাঙন আরও গভীর হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। 

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহীদ জানান, জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদের ভাঙন এলাকায় ইতোমধ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশের খবরটি জানার সঙ্গে সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কারের জন্য বলা হয়েছে।

আরও পড়ুন

×