ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মির্জাপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা

মির্জাপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রতীকী ছবি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ১১:১৩ | আপডেট: ৩০ মে ২০২৫ | ১১:১৫

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা (২৮) নামের এক গার্মেন্টস কর্মীকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী সুজন মিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই দম্পতির বাড়ি নীলফামারী। 

পুলিশ জানায়, কবিতা ও সুজন সোহাগপুর এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করতেন। কবিতা হামিম গ্রুপের এক্সফ্লোর গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে চাকরি করতেন। সুজন মিয়া অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন।

বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় সুজন মিয়া বটি দিয়ে কুপিয়ে কবিতাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। 

মির্জাপুর থানার ওসি মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×