ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হালদায় ডিম ছেড়েছে মা মাছ, বৃষ্টিতে ডিম সংগ্রহের উৎসব

হালদায় ডিম ছেড়েছে মা মাছ, বৃষ্টিতে ডিম সংগ্রহের উৎসব

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ১২:২০ | আপডেট: ৩০ মে ২০২৫ | ১২:২২

অবশেষে হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। বজ্রপাত ও বৃষ্টির মধ্যে হালদা নদীর পাড়ে ডিম সংগ্রহকারীদের উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত হালদা পাড়ে ডিম সংগ্রহকারীদের ডিম নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়। 

হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ২টা থেকে জোয়ারের সময় হালদা নদীর আমতুয়া অংশে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। পরে ডিম হালদা নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। শ্বেত ‘স্বর্ণের’ ডিম সংগ্রহ করতে পেরে ডিম সংগ্রহকারীদের মুখে হাসি ফুটেছে।

নয়াহাটকুম এলাকার শহীদুল্লাহ ও কাটাখালী স্লুইসগেট এলাকার হাসান জানান, বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত হালদা নদীতে জোয়ারের সময় পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। বৃষ্টি উপেক্ষা করে ডিম সংগ্রহ করতে পেরে কষ্ট সার্থক হয়েছে। বজ্রপাত ও বৃষ্টি হলে সবাই ঘরে ফিরে আসে। আর এ সময়ে হালদা নদীর ডিম সংগ্রহ করতে আমাদের আনন্দ লাগে। 

হালদা নদীতে ডিম সংগ্রহ করছেন জেলে

হাটহাজারী উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,  বৃহস্পতিবার রাত ২টা থেকে জোয়ারের সময় হালদা নদীর বিভিন্ন অংশে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, টানা বৃষ্টি হওয়ায় হালদা পাড় ডিম সংগ্রহকারীদের উৎসবে পরিণত হয়েছে। 
 

আরও পড়ুন

×