খুলনায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মো. সাহেব আলী গাজী
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩০ মে ২০২৫ | ২২:৫৬
খুলনার কয়রা উপজেলায় মো. শহিদুল গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার ছোট ভাই মো. সাহেব আলী গাজীকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কয়রা থানার ওসি মো. ইমদাদুল হক সমকালকে এ তথ্য নিশ্চিত করে জানান, হত্যায় জড়িত শহিদুল গাজীকে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দুপুরে শহিদুল গাজী তার স্ত্রীকে মারধরে করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। এ সময় তার চিৎকারে পাশের বাড়ি থেকে সাহেব আলী গাজী ছুটে গিয়ে ভাবিকে রক্ষা করার চেষ্টা করেন। তখন শহিদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে আঘাত করলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শহিদুল বটি দিয়ে ছোট ভাই সাহেব আলীকে কুপিয়ে হত্যা করে।
একপর্যায়ে শহিদুলের স্ত্রী চিৎকার করতে করতে দৌঁড় দেন। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিলে গেলে শহিদুল দৌঁড়ে বিল পাড়ি দিয়ে বারোপোতা গ্রামে যায়। এরপর হাতে থাকা শাবলের মাধ্যমে ভয় দেখিয়ে জোর করে সন্তোষ মিস্ত্রির ঘরে ওঠে। তখন স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।
- বিষয় :
- খুলনা
- কয়রা
- কুপিয়ে হত্যা