একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হলে বিপজ্জনক পরিস্থিতি হবে: বদিউল আলম

বদিউল আলম মজুমদার
রংপুর অফিস
প্রকাশ: ০১ জুন ২০২৫ | ০০:০৮ | আপডেট: ০১ জুন ২০২৫ | ০০:৩৩
একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হলে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক। তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত হওয়ার কতগুলো পন্থা আছে। প্রধানমন্ত্রীশাসিত সরকার। মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন না। প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেন। তার ভিত্তিতে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হয়। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া প্রধানমন্ত্রীর সব সিদ্ধান্ত রাষ্ট্রপতিরও।
শনিবার দুপুরে ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানে রংপুর আরডিআরএস মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে সুজনের রংপুর মহানগর কমিটি।
বদিউল আলম বলেন, এক ব্যক্তি আজীবন প্রধানমন্ত্রী থাকলে স্বৈরাচারী হওয়া স্বাভাবিক। অতীতে যেটি ঘটেছে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা হয়েছেন। একই সঙ্গে দলীয় প্রধান হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান। সংসদ নেতা হলো আইনসভার প্রধান। একই ব্যক্তি দুটো পদে থাকলে ক্ষমতার বিভাজন নীতির বরখেলাপ হয়।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার মতবিনিময় শুরু হবে। আশা করছি, দ্বিতীয়বারের আলোচনায় আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব। তার ভিত্তিতে একটি জাতীয় সনদ হবে। এই সনদে সবাই সই করবে।
বদিউল আলম বলেন, জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরবে ঘোষণাপত্র। জাতীয় সনদ হবে একগুচ্ছ সংস্কার প্রস্তাব। রাজনৈতিক দলগুলো সই করবে। তারা নির্ধারণ করবে, কীভাবে এটি বাস্তবায়ন হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর যেসব সংস্কার দরকার, প্রার্থী নির্বাচনের জন্য যেসব প্রস্তুতি দরকার, এখন থেকে শুরু করতে পারে।
রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার, আইনীজীবী অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম, মাহে আলম, সমাজকর্মী মঞ্জুশ্রী সাহা প্রমুখ।
- বিষয় :
- সুজন
- বদিউল আলম মজুমদার
- রংপুর