ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এলডিসি থেকে উত্তরণকে টেকসই করতে সুশাসনের বিকল্প নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলডিসি থেকে উত্তরণকে টেকসই করতে সুশাসনের বিকল্প নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ০০:৫০

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণকে টেকসই করতে হলে সুশাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। ‘লোকাল লেভেল স্টেকহোল্ডারস কনসালটেশন অন ইনক্লুসিভ স্মুথ অ্যান্ড সাসটেইনেবল এলডিসি গ্র্যাজুয়েশন’ শীর্ষক কর্মশালাটি আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি)। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় স্থানীয় কৃষি খাত আরও রপ্তানিমুখী করতে হব।

কর্মশালায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, মুন্সীগঞ্জে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকি। স্বাগত বক্তব্য দেন ইআরডি অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এ এইচ এম জাহাঙ্গীর। আরও বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খন্দকার।

আরও পড়ুন

×