মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ছবি- সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৫ | ২১:০৩ | আপডেট: ০১ জুন ২০২৫ | ২২:৪২
মাগুরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার আবাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- সদরের হাজীপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন হোসেন (১৯), সদরের গজদূর্বা গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান হোসেন (২২) ও সদরের কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল মোল্লার ছেলে সাদিম মোল্লা (২৪)।
মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মো. আলী সাজ্জাদ জানান, বিকেলে ঢাকামুখী দ্রুতি পরিবহনের একটি বাসের সংগে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনা স্থলেই দুই জনের মৃত্যু হয়। অপর আরোহী জিসান হোসেনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন দেবনাথ জানান, বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবীর জানান, নিহত ও আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাগুরা হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে তারা সদর থানায় মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মাগুরা
- সড়ক দুর্ঘটনা