পীরগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ছবি- সংগৃহীত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৫:১১ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১৬:১১
রংপুরের পীরগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার চতরা ইউনিয়নের সন্দলপুর গ্রামের বাঁশের তল এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মাদক পাচারের সময় তারা করতোয়া নদী পার হয়ে আসছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে শাহরিয়ার (৩৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (২৫)।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ গ্রাম হিরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা হাকিমপুর থেকে মাদক এনে পীরগঞ্জ এলাকায় বিক্রির উদ্দেশ্যে প্রবেশ করছিল।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার শাহরিয়ারের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি ও দিনাজপুরের হাকিমপুর থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
- বিষয় :
- ইয়াবাসহ আটক
- পীরগঞ্জ
- মাদক ব্যবসায়ী