নাফি-নিহান-ইভার পাশে ঈশ্বরগঞ্জ সুহৃদ সমাবেশ

নিহত সবুজ মিয়া ও আব্দুস ছোবানের পরিবারের সদস্যদের সঙ্গে সুহৃদরা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ১৮:৫১ | আপডেট: ০৪ জুন ২০২৫ | ১৮:৫২
সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় প্রাণ হারান সবুজ মিয়া (৩৬)। একই সঙ্গে মারা যান তাঁর বাবা আব্দুস ছোবানও (৬৭)। পরিবারটিতে কর্মক্ষম মানুষ ছিলেন এ দু’জনই। এ অবস্থায় সবুজের অসহায় তিন সন্তান নাফি, নিহান, ইভার পাশে দাঁড়াল ঈশ্বরগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশ। সবুজের সন্তানদের ভবিষ্যতের জন্য সুহৃদের উদ্যোগে কিনে দেওয়া হয় শাহিওয়াল জাতের একটি বকনা গরু এবং ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও পোশাক।
আজ (৪ জুন) দুপুরে গরুটি নিহত সবুজের পরিবারের হাতে তুলে দিতে তাঁর বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামে যান সুহৃদরা। এ সময় নিহত বাবা-ছেলের পরিবারের প্রত্যেকের হাতে ঈদ উপহার তুলে দেন তারা। উপহার হিসেবে ছিল নিহত সবুজের স্ত্রী ও মায়ের জন্য শাড়ি এবং মেয়ে, ছোটবোন ও দুই ছেলের জন্য নতুন পোশাক। পাশাপাশি ২০ ধরনের খাদ্যসামগ্রীসহ নগদ ৪ হাজার টাকা সবুজের স্ত্রী ও মায়ের হাতে তুলে দেন ঈশ্বরগঞ্জ সুহৃদরা।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সুহৃদের উপদেষ্টা ফেরদৌস কোরাইশী টিটু, আহ্বায়ক মুহাম্মদ আব্দুল হান্নান, সদস্য সচিব আমজাদ হোসেন সোহেল, যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক, বিলকিস জাহান সেতু, সুহৃদ আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ, মনির উদ্দিন, পারভেজ মিয়া, জিল্লুর রহমান সোহাগ, মাসুম আহমেদ ও সাংবাদিক রেজাউল করিম রাজু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমকালের ঈশ্বরগঞ্জের সংবাদদাতা মহিউদ্দিন রানা।
এর আগে সুহৃদ সদস্যরা অসহায় পরিবারটির জন্য সহায়তার উদ্যোগ নিয়ে একটি ফান্ড গঠন করেন। সেখানে নিজেদের পাশাপাশি পরিচিতজনদের কাছ থেকেও সহায়তা চান। মানবিক দিক বিবেচনায় সবাই সাড়া দেন। এতে ৩৬ হাজার টাকা, শাড়ি, থ্রি পিস, শিশুদের কাপড় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বাসচাপায় নিহত আব্দুস ছোবানের একমাত্র ছেলে সবুজ। তাঁর ছোট পাঁচ বোনের বিয়ে হয়েছে। একমাত্র অবিবাহিত ছোট বোন সীমা আক্তার (১৬) থাকে মা নাছিমা আক্তারকে নিয়ে। স্বামী ও একমাত্র ছেলে হারিয়ে নাছিমা পাগলপ্রায়। সবুজের মেয়ে সানজিদা ইভা (১২) একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ছে। ছেলে নাফিউল ইসলাম (৯) মাদ্রাসার ছাত্র। ছোট ছেলে ইফতিয়ার হাসান নিহানের বয়স চার। সে ঠিকমতো কথাও বলতে পারে না। তবে বাবার ফিরে আসার অপেক্ষায় অপলক তাকিয়ে থাকে পথের দিকে। যদিও এই অপেক্ষার প্রহর ফুরাবে না কোনোদিনও।
উপহার প্রদান শেষে বাবা-ছেলের কবর জিয়ারত করে প্রয়োজনে অসহায় পরিবারটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে নিহতের স্বজনদের কাছ থেকে বিদায় নেন সুহৃদ সদস্যরা।
- বিষয় :
- সহায়তা
- সুহৃদ সমাবেশ
- ঈশ্বরগঞ্জ
- ময়মনসিংহ