ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি: জামিন পেলেন জামায়াতের বহিষ্কৃত সেই কর্মী

ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি: জামিন পেলেন জামায়াতের বহিষ্কৃত সেই কর্মী

জামায়াতে ইসলামীর কর্মী আকাশ চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ১৯:০০

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াতে ইসলামীর কর্মী আকাশ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত রোববার নগরের লালদীঘি এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি আকাশ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

গত ২৮ মে বিকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কর্মসূচি দেয় গণতান্ত্রিক ছাত্র জোট। এতে অংশ নিতে ছাত্র জোটের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে সেখানে ‘শাহবাগবিরোধী ঐক্যের’  ব্যানারে একদল যুবক আসে। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে গণতান্ত্রিক ছাত্র জোটের
নেতাকর্মীদের ধাওয়া দেন তারা। এ সময় ‘শাহবাগবিরোধী ঐক্য’র লোকজন ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন।

এ ঘটনার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নগরের জামালখান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে শুরুতে আকাশ চৌধুরী এক যুবককে লাথি মারেন। পরে এক নারীকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেন তিনি। 

পরে গত ৩০ মে রাতে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরীকে বহিষ্কারের কথা জানানো হয়।


 

আরও পড়ুন

×