ফুলজোড় নদীতে যুবকের লাশ

প্রতীকী ছবি।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ১৬:২৫ | আপডেট: ০৫ জুন ২০২৫ | ১৮:৫৯
সিরাজগঞ্জের রায়গঞ্জ ফুলজোড় নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের পরনে কোন পোশাক ছিল না। তবে সুরতহালের সময় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে উপজেলার সিমলা এলাকার ফুলজোড় মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ফুলজোড় নদীতে ভাসমান মরদেহটি বর্তমানে নৌ পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ তারাই নেবেন।
সিরাজগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজন নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- লাশ উদ্ধার
- সিরাজগঞ্জ