ইউনিয়ন সচিবকে পেটানোর অভিযোগে কৃষকদল ও যুবদলের দুই নেতাকে অব্যাহতি

.
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৫ | ০৪:৫৪ | আপডেট: ০৬ জুন ২০২৫ | ০৪:৫৫
দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল ও যুবদলের দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম ও হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো: ফাহিম উদ্দিনের সই করা ভিন্ন ভিন্ন চিঠির মাধ্যমে ওই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
কৃষকদলের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী জেলাধীন হাতিয়া উত্তর সাংগঠনিক থানা শাখার আহ্বায়ক মো. হুমায়ুন কবিরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
যুবদলের চিঠিতে উল্লেখ করা হয়, পেশিশক্তির প্রদর্শন, জনমনে ভীতি সঞ্চার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ইলিয়াছ ও সদস্য সচিব মো. ফাহিম উদ্দিনের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হাতিয়া উপজেলার আওতাধীন ১নং হরণী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল উদ্দিনের প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, গত বুধবার দুপুরে হাতিয়া হরনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের চাল বিতরণকালে নিজেদের পছন্দের লোককে সিলিপ না দেওয়ায় ইউনিয়ন পরিষদের সচিবকে পেটানোর অভিযোগ ওঠে স্থানীয় কৃষকদল ও যুবদলের ওই দুই নেতার বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে।
এরপর উর্দ্ধতন কর্মকর্তাদের নিদের্শে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে সব কার্যক্রম স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।