সীমান্তে চামড়া পাচার ও পুশইন রোধে সতর্ক বিজিবি

ফাইল ছবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৫ | ২৩:০৪
কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় সতর্কাবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে বিজিবির ২৫ ব্যাটালিয়ন জেলার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছে। পাশাপাশি তারা ভারতীয় নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া (পুশইন) রোধেও কঠোর অবস্থানে আছে। এ বিষয়ে সতর্ক থাকতে সীমান্ত এলাকার বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী। এই তিন উপজেলার ৭৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩১ কিলোমিটারে দায়িত্ব পালন করে বিজিবির ২৫ ব্যাটালিয়ন। এ ছাড়া ৪২ কিলোমিটার সীমান্ত বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধীনে।
সূত্র জানায়, প্রতি বছর ঈদুল আজহার পরপর সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে এবার সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
ইতোমধ্যে বিজিবির ২৫ ব্যাটালিয়নের দায়িত্বে থাকা আখাউড়ার একাংশ ও জেলার বিজয়নগর; হবিগঞ্জের মাধবপুর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ শনিবার সন্ধ্যায় সমকালকে বলেন, সীমান্তে যেকোনো অপরাধ তৎপরতা ঠেকাতে তাঁর বাহিনী তৎপর রয়েছে। চামড়া পাচার রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচার করতে দেবেন না তারা। পাশাপাশি মাদক চোরাচালান ও অবৈধভাবে পুশইন করতে না দেওয়ার ঘোষণাও দেন তিনি।
- বিষয় :
- বিজিবি
- ব্রাহ্মণবাড়িয়া