ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

স্ত্রীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানে ফাঁস নিলেন স্বামী

স্ত্রীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানে ফাঁস নিলেন স্বামী

খলিলুর রহমান- আগের ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ১০:২৪ | আপডেট: ১১ জুন ২০২৫ | ২০:০৫

সাভারে স্ত্রীকে ভিডিও কলে রেখে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার রাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লায় ভাড়া বাসায় তিনি ফাঁস নেন। মঙ্গলবার সকালে ওই বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহত খলিলুর রহমান ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার ডাক্তার জলিলের ছেলে। তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার ২৭ নম্বরে একটি বেসরকারি হাসপাতালের পরিচালক (মার্কেটিং) হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে ঝগড়া করে খলিলুর রহমানের স্ত্রী জেবা আক্তার সোমবার তার বাবার বাসায় চলে যান। পরে রাতে খলিলুর রহমান স্ত্রীকে ভিডিও কল দেন। এসময় স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে সিলিং ফ্যানে ফাঁস নেন তিনি। তার স্ত্রী ঘটনাটি অন্যদের জানালে পুলিশ গিয়ে দরজা ভেঙে বাসায় ঢোকে এবং ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত খলিলের চাচতো ভাই শামীম হোসেন জানান, খলিল মাঝে মধ্যেই বাসার বাইরে থাকতেন। ঈদের দিনও তিনি বাইরে ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে কলহের এক পর্যায়ে তার স্ত্রী ৮ বছরের ছেলেকে নিয়ে সোমবার সকালে বাবার বাড়ি চলে যান। ছোট মেয়ে খুশনোকে বাসায় রেখে যান তিনি।

শামীম আরও জানান, খলিল সোমবার বাসায় এসে স্ত্রীকে না পেয়ে ফোন করে বাসায় আসতে বলেন। কিন্তু স্ত্রী না আসায় ওইদিন রাত ৩টার দিকে স্ত্রীকে ভিডিও কল দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×