বরিশালে গণ অধিকারের মামলায় হয়রানির অভিযোগ জাপার

ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১১ জুন ২০২৫ | ২২:২৯
বরিশালে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের বাসায় পুলিশি অভিযানে হয়রানি করার অভিযোগ উঠেছে। মহানগর জাপার যুগ্ন আহ্বায়ক মামুন মোরশেদ ফোরকানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব অভিযোগ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রংপুরে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে ৩১ মে নগরীতে জাপার বিক্ষোভ মিছিল বের হয়। ফকিরবাড়ি থেকে বের হওয়া মিছিল সদর রোডে পৌঁছার পর গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় জাপা নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে গণ অধিকার পরিষদ। ওই মামলায় গ্রেপ্তারি অভিযানের নামে নেতাকর্মীদের বাসায় পুলিশ অভিযান চালাচ্ছে। এতে পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হচ্ছেন।
জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বরিশাল ইসলামিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। নগরের বৈদ্যপাড়া সড়কে তার বাসায় ৫, ৮ ও ৯ জুন তিনদফায় পুলিশ অভিযান চালিয়েছে বলে জাপার অভিযোগ। ঈদের আগে ও পরে অন্যান্য নেতাকর্মীদের বাসায়ও একাধিকবার অভিযান চালানোর অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ৩১ মে বিকালে জাপার মিছিলে হামলা করেছে গণ অধিকার পরিষদ। রাতে জাপা কার্যালয় ভাংচুর করা হয়। জাপা মামলা দিতে গেলে কোতোয়ালী থানা তা নেয়নি। উল্টো গণ অধিকার পরিষদের দেওয়া মিথ্যা মামলা নিয়ে বাসায় বাসায় অভিযান চালানো হচ্ছে। জাপা আদালতে অভিযোগ দিলে সেটি পিবিআই তদন্ত করছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এটা পুলিশের রুটিন কাজ।’ জাপার মামলা না নেওয়া প্রসঙ্গে ওসি দাবি করেন, জাপার অভিযোগ তিনি পাননি।