৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

প্রতীকী ছবি
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ১২ জুন ২০২৫ | ০৯:০৭
ভৈরবে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জিহান মিয়া নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরশহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জিহান (১৯) ওই এলাকার দানিস বেপারী বাড়ির মৃত শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুর নানার বাড়ি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়। কিছুদিন আগে মায়ের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার শিশুটি মায়ের সঙ্গে খালার বাসায় বেড়াতে যায়। বিকেলে সে খালার বাসার ছাদে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। এ সময় জিহান তার এক সহপাঠী নিয়ে ছাদে যায়। সহপাঠী ছাদ থেকে নামার সময় শিশুটির খালা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে জিহান ছাদে আছে। সন্দেহ হলে তিনি ছাদে উঠে দেখেন সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে জিহানকে আটক করে। খবর পেয়ে পুলিশ জিহানকে আটক করে। রাতে শিশুটির বাবা মামলা করেন।
ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি জিহানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- ধর্ষণচেষ্টা
- গ্রেপ্তার