ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ডেঙ্গুতে বরিশালে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হটস্পট বরগুনা

ডেঙ্গুতে বরিশালে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হটস্পট বরগুনা

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৭:০৪

বরিশালে বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে। 

মারা যাওয়া তিনজন হলেন, পিরোজপুরের নেছারাবাদ গ্রামের সুটিয়াকাঠি গ্রামের ইশরাত জাহান (২০), বরগুনার বালিয়াতলি ইউনিয়নের চারপাড়া গ্রামের চাঁন মিয়া (৭৫) ও সদর উপজেলার থানাপাড়া এলাকার গোসাই দাস (৮৫)। ইশরাত জাহান বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে এবং অপর দু’জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সূত্র জানায়, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৪ জন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। অর্থাৎ দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি বরগুনা জেলায়। গত ২৪ ঘণ্টায় বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আক্রান্ত ১২৪ জনের মধ্যে ৬৭ জন বরগুনায়। এ জেলাটি ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহিৃত হয়েছে।

আরও পড়ুন

×