ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফেসবুকে ছবি দেখে নিখোঁজ ব্যক্তির লাশ শনাক্ত

ফেসবুকে ছবি দেখে নিখোঁজ ব্যক্তির লাশ শনাক্ত

নিহত ফয়েজ আহাম্মদ।

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ২৩:৩৮

কুমিল্লার বুড়িচংয়ে উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ফেসবুকে ছবি ও শরীরের পোশাক দেখে বৃহস্পতিবার সকালে লাশটি শনাক্ত করেছেন পরিবারের লোকজন। নিহত ব্যক্তির নাম ফয়েজ আহাম্মদ। তিনি বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল মুনাফের ছেলে। গত শনিবার কোরবানির ঈদের আগের রাতে নিখোঁজ হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, গত সোমবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাকশীমূল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। এদিকে বৃহস্পতিবার ফেসবুকে ছবি দেখে ফয়েজের স্ত্রী রোকসানা জান্নাত ও পরিবারের লোকজন লাশের পরিচয় শনাক্ত করেন।

রোকসানা জান্নাত সাংবাদিকদের জানান, ফয়েজ আহাম্মদ দীর্ঘদিন ধরে অর্থসংকটে ভুগছিলেন। তিনি একটি এনজিও থেকে চার লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন। সঠিক সময়ে ঋণ পরিশোধ না করাসহ আর্থিক অসচ্ছতলতার কারণে হতাশায় ভুগছিলেন। কোরবানির ঈদের আগের দিন রাতে (শুক্রবার রাতে) খাবার খেয়ে স্থানীয় রেললাইনের পাশে একটি ঈদগাহ পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ ছিল। পরদিন ঈদগাহ কমিটির লোকজনের সঙ্গে আলাপ করলে তারা জানায়, তিনি (ফয়েজ) ঈদগাহ পাহারা দিতে যাননি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। তিন দিন পর ফেসবুকে লাশের ছবি দেখে থানায় গিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, গত সোমবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হতে পারে। এ বিষয়ে বুড়িচং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×