গজারিয়া নদীতে নেমে নিখোঁজ দুই বোনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০৩:৪৮
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে নিখোঁজের দুদিন পর দুই বোনের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে মরদেহ দুটি ভেসে উঠলে নৌ পুলিশ উদ্ধার করে। এর আগে বুধবার দুপুরে তারা গোসল করতে গেলে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
মৃত দুই বোন হলো- জয়নগর ইউনিয়নের রফিকুল ইসলাম সরদারের মেয়ে রাইসা (১২) ও ঢাকার গেন্ডারিয়া এলাকার জসিম বেপারীর মেয়ে জান্নাত (১৩)। রাইসা ও জান্নাত সম্পর্কে মামতো-ফুফাতো বোন।
জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, গ্রামে নানা বাড়িতে ঈদ উদযাপনের জন্য পরিবারের সঙ্গে জান্নাত জয়নগরে এসেছিল। বুধবার দুপুরে জান্নাত ও রাইসা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত গজারিয়া নদীর রহমানের হাট খেয়াঘাট এলাকায় গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে দুজনে হারিয়ে যায়। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। তবে তাদের সন্ধান পায়নি। পরে শুক্রবার সকালে দুজনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
কালীগঞ্জ নৌ পুলিশ ইনচার্জ মো. এনামুল হক দুই কিশোরীর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। যে কারণে মরদেহ উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- লাশ উদ্ধার
- বরিশাল