ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাবিতে ৬ ইউনিটে ৫৫০ আসন ফাঁকা

জাবিতে ৬ ইউনিটে ৫৫০ আসন ফাঁকা

ফাইল ছবি

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২২:১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে দ্বিতীয় ধাপে মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও বর্তমানে ৫৫০টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২য় ধাপে ভর্তি শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীন ইউনিটভিত্তিক ছেলেদের ২৮৭টি এবং মেয়েদের ২৬৩টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৬৫টি, ‘বি’ ইউনিটে ৯০টি, ‘সি’ ইউনিটে ১৮৪টি, ‘সি১’ ইউনিটে ৫টি, ‘ডি’ ইউনিটে ৮১টি, এবং ‘ই’ ইউনিটে ২৫টি আসন শূন্য। এসব আসনে ভর্তির জন্য মেধা ও উপস্থিতির ভিত্তিতে শিক্ষার্থীদের নতুন করে পছন্দক্রম ফরম পূরণ করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদনের সময় ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও পছন্দক্রমের ফরম (Choice Form) এর কপি সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন জমা নেওয়ার পর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে পরবর্তী ধাপে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে।

শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ১৮ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক আবেদন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে সশরীরে আবেদন না করলে, পরবর্তীতে আর কোনো ধাপে ভর্তির জন্য বিবেচনা করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×