যশোরে করোনায় আক্রান্ত আরেক রোগীর মৃত্যু

প্রতীকী ছবি
যশোর অফিস
প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ২১:৩৮
যশোরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সর্বশেষ বুধবার দিবাগত রাতে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ইউসুফ হোসেন (৪২) কিডনিজনিত ও হৃদ্রোগে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার বাড়ি মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামে।
এর আগে বুধবার ভোরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮)। তিনিও ফুসফুস ও কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এছাড়া আরও তিনজন করোনা সন্দেহভাজন রোগী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ হোসেন বুধবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান। মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
- বিষয় :
- যশোর