সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ছবি-সংগৃহীত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৫ | ১৭:০২
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফৌজদারহাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রভাবে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছে রেল পুলিশ।
রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার মিত্র বলেন, স্টেশনে চট্টগ্রাম বন্দরমুখী মালবাহী ট্রেনের ইঞ্জিন পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে লাগানোর কথা। ইঞ্জিনটি সামনে আনার পর বগির সঙ্গে সংযুক্ত করার আগে একটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করবে। এরপর তা মালবাহী ট্রেনটির বগির সঙ্গে সংযুক্ত করা হবে।
- বিষয় :
- চট্টগ্রাম
- সীতাকুণ্ড
- ইঞ্জিন লাইনচ্যুত