ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রংপুরে অ্যাডিশনাল আইজিপি আকরাম হোসেন

জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় অর্জন

জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় অর্জন

ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ২০:০০ | আপডেট: ২২ জুন ২০২৫ | ২০:০৭

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মো. আকরাম হোসেন বলেছেন, পুলিশ বাহিনী আমাদের আইনশৃঙ্খলা রক্ষার প্রথম সারির যোদ্ধা। তারা শুধু একটি পেশায় নিয়োজিত নন, বরং মানবিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগ, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। সেই সঙ্গে যেকোনো দুর্যোগ বা সংকটকালে পুলিশ সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় অর্জন।

রোববার সকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৫তম নারী ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই প্রশিক্ষণ শুধু শারীরিক ও মানসিকভাবে দক্ষ করে তোলে না, বরং দায়িত্ববোধ, শৃঙ্খলাবোধ ও সেবার মানসিকতা তৈরি করে। এজন্য পেশাগত জীবনের প্রতিটি দিনকে  শেখার সুযোগ হিসাবে গ্রহণ করে নিজের ভিতরের নেতৃত্বগুণ বিকশিত করতে হবে।

তিনি একটি নিরাপদ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে, অ্যাডিশনাল আইজিপি আকরাম হোসেন প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এতে ৪৫৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। পরে মাঠ বিষয়ে শ্রেষ্ঠ ফাবিয়া খাতুন, মাসকেট্রি বিষয়ে নাবিলা সামাদ, একাডেমিক বিষয়ে ছোনিয়া তাসরিন এবং সকল বিষয়ে শ্রেষ্ঠ সানজিদা আক্তারের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

আরও পড়ুন

×