ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিএনপি কার্যালয়ে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার

বিএনপি কার্যালয়ে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের পোস্টার

বগুড়া ব্যুারো

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২১:৪৯

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয় ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাঁটানো হয়েছে পোস্টার। আজ সোমবার সকালে স্থানীয়দের নজরে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর বিষয়টি বিএনপি নেতাকর্মীদের কাছে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী তাদের কার্যালয়ের দেয়ালসহ আশপাশের এলাকায় এসব পোস্টার লাগিয়েছে। এতে দলীয়ভাবে তারা চরম অপমানিত ও ক্ষুব্ধ বোধ করছেন।

বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতারা বলেন, পোস্টার লাগানোতে কোনো প্রতিহিংসার বিষয় নেই।

উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম ইনোকি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। বিএনপির প্রতি শুভেচ্ছা জানাতেই তাদের কার্যালয়ে পোস্টার লাগানো হয়েছে ‘

অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন বলেন, ‘আওয়ামী লীগের পোস্টার লাগিয়ে আমাদের উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানাই।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে। ফলে সেগুলোর কোনো অস্তিত্ব আর নেই।

আরও পড়ুন

×