জৈন্তাপুর সীমান্ত এলাকায় আরও ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মঙ্গলবার ভোরে তাদের ঠেলে পাঠানো হয়। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১৩:৪৪ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ১৪:১৫
সিলেটের জৈন্তাপুর সীমান্তের কেন্দ্রী এলাকা দিয়ে আরও ১৯ জন বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে তাদের ঠেলে পাঠানো হয়। পরে তাদের আটক করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) মিনাটিলা বিওপির সদস্যরা।
বিজিবি জানিয়েছে, ভোররাতে বিএসএফ-৪ ব্যাটালিয়ন বাংলাদেশি এসব নাগরিকদের জৈন্তাপুর কেন্দ্রী এলাকায় ঠেলে পাঠায়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে বিজিবি।
এ বিষয়ে ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক সমকালকে জানান, যাচাই-বাছাই শেষে আটকদের থানায় হস্তান্তর করা হবে।
এর আগে গত ১২ জুন একই উপজেলার শ্রীপুর ও মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।
- বিষয় :
- সিলেট
- পুশইন
- জৈন্তাপুর সীমান্ত
- বিএসএফ