ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসদ নেতার মৃত্যু

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসদ নেতার মৃত্যু

এস এম রিদোয়ান কবির

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১৮:৩৭

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এস এম রিদোয়ান কবির (৬০) নামে এক বাসদ নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

রিদোয়ান কবির উপজেলার কচুয়াই ইউনিয়নের মৃত আলা মিয়া সওদাগরের ছেলে। তিনি পটিয়া উপজেলার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাবেক সদস্য ও চট্টগ্রাম শহরে মাসুদ এগ্রোর সিনিয়র ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পটিয়া থেকে চট্টগ্রাম শহরে শ্যালকের মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন রিদোয়ান কবির। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে রিদোয়ান কবির মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে মোটরসাইকেলচালক শ্যালক শাহ্ হোসাইন সাগর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

রিদোয়ান কবিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম।

আরও পড়ুন

×