চট্টগ্রামে যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল লোকজন

.
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ১৯:২২
রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে চট্টগ্রাম নগরী থেকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শুক্রবার রাতে পাহাড়তলী এলাকা থেকে তাকে ধরা হয়। শনিবার নগরীর কোতোয়ালি থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, গভীর রাতে স্থানীয় লোকজন আরজুকে তাদের কাছে দিয়েছে। তার নামে কোতোয়ালি থানায় মামলা আছে। তাই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, আরজুর বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আরজুর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে মামলা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায়।