ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সিলেটে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

সিলেটে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ২০:০৮

সিলেটের বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিনজন। এরমধ্যে দু’জন আইউসিউতে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে এ তথ্য। 

জানা যায়, গত তিনদিন ধরে হাসপাতালের আইউসিউতে ছিলেন শহরতলীর খাদিমনগর দাসপাড়া এলাকার এক ব্যক্তি। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর। আজ শনিবার এ তথ্য জানান সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি।

বর্তমানে সিলেটে শনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়ায় ১, দুটি প্রাইভেট ক্লিনিকে ৩ জন চিকিৎসাধীন। অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

×