ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাতক্ষীরা মেডিকেলে করোনায় ও উপসর্গে ২ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেলে করোনায় ও উপসর্গে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৪:৩৪ | আপডেট: ১৮ জুলাই ২০২০ | ০৪:৪২

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তারা আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নজরুল ইসলাম (৭৫) ও যশোরের শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের ঈসমাইল হোসেন (৬০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, ১০ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বৃদ্ধ নজরুল ইসলাম। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। শুক্রবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, শনিবার ভোরে করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বাগআচড়ার ঈসমাইল হোসেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল সাড়ে ৯ টার দিকে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।  তিনি আরও জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৩৩ জন।

আরও পড়ুন

×