ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খুলনায় পাটকল সংক্রান্ত লিফলেট বিলির সময় ৮ জন আটক!

খুলনায় পাটকল সংক্রান্ত লিফলেট বিলির সময় ৮ জন আটক!

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১১:১০

খুলনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) এর নেতা রুহুল আমিনসহ ৮ জনকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। শুক্রবার রাতে নগরীর খালিশপুর থানার প্লাটিনাম জুট মিলের শ্রমিক কলোনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

রুহুল আমিনের সহকর্মীদের অভিযোগ, তারা পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র জনতা সংগ্রাম পরিষদের লিফলেট বিতরণ করার সময় তাদেরকে আটক করা হয়। রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে এই সংগঠনের ব্যানারে আগামী রোববার তাদের সমাবেশ করার কথা রয়েছে। সমাবেশ সফল করার জন্য তারা এই লিফলেট বিলি করছিলেন।

তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার বলেন, তাদেরকে আটক করা হয়নি। লিফলেট বিলির সময় তাদেরকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×