ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

লোভাছড়া কোয়ারিতে ফের অভিযান, কোটি টাকার যন্ত্রপাতি ধ্বংস

লোভাছড়া কোয়ারিতে ফের অভিযান, কোটি টাকার যন্ত্রপাতি ধ্বংস

ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ জুলাই ২০২০ | ০৭:১৯

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে ফের অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এই অভিযানের সময় অবৈধভাবে পাথর উত্তোলন ও বহনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ধ্বংস করা হয়। এসব যন্ত্রপাতির আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন সমকালকে বলেন, শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। তিনি ছাড়াও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, হাছিবুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে কানাইঘাট থানার পুলিশ ও বিজিবি’র সদস্যরা অংশ নেয়।

‌‘এই অভিযানকালে লোভাছড়া কোয়ারি এলাকার লোভা নদী ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের জন্য ব্যবহৃত ৭০টি বাল্কহেড জাহাজ ও ১০টি অবৈধভাবে স্থাপিত ক্রাশার মেশিন বিকল করা হয়। গত ১৯ জুলাই টাস্কফোর্সের অভিযানে লোভা নদীর তীরে অবৈধভাবে মজুদকৃত প্রায় কোটি ঘনফুট পাথর জব্দ করা হয়েছিল।’

গত ২৩ জুলাই নিলামের মাধ্যমে ৩০ কোটি ৫২ লাখ টাকায় জব্দকৃত পাথরগুলো পরিবেশ অধিদপ্তরের মাদ্যমে বিক্রি করা হয়। প্রথমে ২১ জুলাই নিলাম করা হলেও তাতে কাঙ্খিত মূল্য কেউ হাঁকেনি। এ অবস্থায় দ্বিতীয় দফা নিলাম আহ্বান করা হলেও প্রথম দফার মূল্যের চেয়ে বেশি পাওয়া যায়নি। ফলে প্রথম দফার সর্বোচ্চ দরদাতাকে পাথর বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

×