ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমেক হাসপাতালে করোনায় ও উপসর্গে ৫ জনের মৃত্যু

কুমেক হাসপাতালে করোনায় ও উপসর্গে ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০ | ১১:২৬

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় (শনিবার রাত ৮টা থেকে রোববার রাত ৮টা) করোনা ইউনিটে করোনায় ২ জন ও করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান রোববার রাতে এ তথ্য জানান। তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৩ জন ও আইসোলেশনে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালে মৃতদের মধ্যে- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কুমিল্লার সদর দক্ষিণের হাজেরা (৬২), চৌদ্দগ্রামের নুরুল আলম (৬০)। আর করোনার উপসর্গে মারা যান জেলার মনোহরগঞ্জের জসিম উদ্দিন (৫৫), বরুড়ার সফিকুর রহমান (৬০), আদর্শ সদরের জাহানারা (৬৫)।

ডা. মুজিবুর রহমান জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে এ সময়ে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন, সুস্থ্য হয়েছেন ২৪ জন এবং মোট ভর্তি আছেন ১২৬ জন।

আরও পড়ুন

×