ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলায় দ.আফ্রিকায় বাংলাদেশি যুবক নিহত

কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলায় দ.আফ্রিকায় বাংলাদেশি যুবক নিহত

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২১ আগস্ট ২০২০ | ০৯:৩৯

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলায় তানভীর আহামেদ মুকুল (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে।

বৃহস্পতিবার মুকুলের ভগ্নিপতির মাধ্যমে তার মৃত্যুর খবর পৌঁছার পর বাড়িতে চলছে শোকের মাতম। রেমিট্যান্স যোদ্ধা মুকুলের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক নাঈমুল হকের তিন ছেলে এবং ছয় মেয়ের মধ্যে মুকুল সবার ছোট। পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে তিনি ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে ব্যবসা করতেন মুকুল। তার দুই কন্যাশিশু রয়েছে।

মুকুলের মৃত্যুর খবর শোনার পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী উম্মে ফারজানা আক্তার। তিনি সরকারি ব্যবস্থাপনায় স্বামীর লাশ দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানান।

নিহতের বড় ভাই ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন জানান, কৃষ্ণাঙ্গদের হাতে মুকুলকে এভাবে জীবন দিতে হবে এটা কখনও ভাবিনি।

আদরের ছেলের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে গেছেন বৃদ্ধ বাবা নাঈমুল হক।

আরও পড়ুন

×