ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুই পরিবারের ১১ সদস্যকে অজ্ঞান করে লুট

দুই পরিবারের ১১ সদস্যকে অজ্ঞান করে লুট

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০ | ০৩:৩১

ফেনীর দাগনভূঞায় খাদ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দুই পরিবারের ১১ সদস্যকে অচেতন করে টাকা ও র্স্বণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ইয়াকুবপুর গ্রামে  এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার রাতে ইয়াকুবপুর গ্রামের যুবলীগ নেতা সোহেল ও প্রবাসী জাহাঙ্গীর হোসেনের রান্না ঘরে খাবারের সাথে কোন এক সময় চেতনানাশক মেশায় দুর্বৃত্তরা। রাতে ওই খাবার খেয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে আবদুল হকের মেয়ে লিপি (৩৫), জাহাঙ্গীর আলমের স্ত্রী জান্নাত (২৭), ফখরুল ইসলামের ছেলে তানজিদুল ইসলাম (৫), তাজুল ইসলামের ছেলে আজমাইন (১০), খালেদা (৩৫), লামিশা (৮), জেসমিন আক্তার (৩৫), শেখ ফরিদ (৪৫), জাবেদ আলম (২৩), ফাহমিদা আক্তার (২৮), মো. সোহেলের স্ত্রী রাহেনা আক্তার (২৮) অচেতন হয়ে পড়েন।

সকালে বাড়ির অন্যান্য লোকজন আক্রান্তদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজা বেগম জানান, আক্রান্তদের অবস্থা দেখে মনে হয় খাবারের সাথে দূর্বৃত্তরা চেতনানাশক বিষাক্ত কোনও কিছু মিশিয়ে ছিল।

যুবলীগ নেতা মো. সোহেল জানান, দুর্বৃত্তরা তার ঘর থেকে নগদ এক লাখ বিশ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের আংটি, চারটি গলার চেইন, দুই জোড়া কানের দুল এবং জাহাঙ্গীরের বসত ঘর থেকে নগদ ৩৫ হাজার টাকা, ১ টি গলার চেইন , ২ জোড়া কানের দুল ও ১ টি নাকফুল নিয়ে যায়।

দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×