ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমিল্লায় অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

কুমিল্লায় অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

স্কুলছাত্রী অপহরণে অভিযুক্ত আরমান হোসেন

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০ | ১০:৪২

কুমিল্লায় এক স্কুলছাত্রীকে অপহরণের ১৫ দিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। অপহৃত ওই কিশোরী নগরীর নুরপুর এলাকার বাসিন্দা। নগরীর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় একই এলাকার জামাল হোসেনের ছেলে আরমান হোসেন ও আল-আমিনকে আসামি করা হয়েছে।

মেয়েটির মায়ের ভাষ্য, আরমান হোসেন একজন মাদকসেবী ও বখাটে হিসেবে এলাকায় পরিচিত। এক বছর ধরে সে ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। ৮ সেপ্টেম্বর রাতে মেয়েটিকে বাসার সামনে থেকে আরমানসহ কয়েকজন বখাটে সিএনজিচালিত অটোরিকশায় অপহরণ করে নিয়ে যায়। এ কাজে আরমানকে প্ররোচনা দেয় আল-আমিন।

ওই ছাত্রীর চাচা বলেন, ঘটনার পরই আমরা কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে আমরা আদালতে মামলা করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এরই মধ্যে কুমিল্লার পুলিশ সুপারের সহযোগিতায় ১৭ সেপ্টেম্বর মামলাটি এফআইআর করেছে কোতোয়ালি থানা। কিন্তু তারা আমার ভাতিজিকে উদ্ধারে তেমন কোনো তৎপরতা চালাচ্ছে না।

এ প্রসঙ্গে বুধবার কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই ছাত্রীকে অপহরণের মামলাটি গুরুত্ব সহকারে দেখছি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের সদস্যরাও কাজ করছেন।

আরও পড়ুন

×