বাজিতপুরে জুয়ার আসর থেকে কাউন্সিলর আটক
-samakal-5f6eefb99a1e4.jpg)
প্রতীকী ছবি
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০ | ০১:৩০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ | ০১:৩৭
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় শওকত মিয়া নামে এক কাউন্সিলরকে জুয়ার আসর থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চন্দ্রগ্রাম এলাকা থেকে আটক করা হয়।
আটক শওকত বাজিতপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, রাতে চন্দ্রগ্রাম এলাকায় জুয়ার আসর থেকে শওকতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ৩৮২৫ টাকা উদ্ধার করা হয়েছে।
বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক কাউন্সিলরকে আদালতে পাঠানো হয়েছে।