এমসি কলেজে ধর্ষণের ঘটনায় তদন্তে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০ | ০০:২৮
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বে অবহেলাসহ সার্বিক বিষয় তদন্তে সিলেটে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত দল।
মঙ্গলবার বিকেলে তিন সদস্যের তদন্ত কমিটি সরেজমিনে এমসি কলেজ ও সংলগ্ন ছাত্রাবাস পরিদর্শন করবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবীর চৌধুরীর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ) মো নূরে আলম ও সহকারী পরিচালক (কলেজ) লোকমান হোসেন।
সিলেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ) প্রতাপ চৌধুরী বলেন, আজ বেলা দেড়টার দিকে তদন্ত কমিটি বিমানযোগে সিলেটে আসবেন। বিকেলে তারা এমসি কলেজে যাবেন।
এদিকে এমসি কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটিও িআজ প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দিতে ডেকেছে।
উল্লেখ্য, করোনা মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যেও ছাত্রাবাস খোলা রেখে শিক্ষার্থীদের থাকতে দেওয়া নিয়ে কলেজ প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।