ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জোড়া লাগা শিশু লাবিবা-লামিসার কী হবে

জোড়া লাগা শিশু লাবিবা-লামিসার কী হবে

জলঢাকা উপজেলায় জোড়া লাগানো শিশু লাবিবা-লামিসা -সমকাল

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০ | ১১:৩৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২০ | ১১:৩৮

নীলফামারীর জলঢাকায় জন্ম নেওয়া জোড়া লাগা কন্যাশিশু লাবিবা ও লামিসার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তাদের বাবা-মা। জন্ম নেওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও শিশু দুটির শরীরে অস্ত্রোপচার না হওয়ায় তারা এখনও জোড়া লাগা অবস্থাতেই রয়েছে।

জানা গেছে, টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না শিশু দুটির বাবা লালমিয়া। উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথপাড়ার বাসিন্দা লালমিয়া পেশায় রাজমিস্ত্রি। তার পক্ষে এত টাকা জোগান দেওয়া অসম্ভব। তাই তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

গত বছরের ১৫ এপ্রিল জলঢাকার একটি বেসরকারি ক্লিনিকে জন্ম নেয় যমজ দুই বোন লাবিবা ও লামিসা। জন্ম থেকেই শিশু দুটির কোমর জোড়া লাগা। তাদের মা মনুফা বেগম বলেন, চার হাত, পা, মাথা আলাদা থাকলেও সম্পর্ক রয়ে গেছে দেহের সঙ্গে। একজন দাঁড়ালে অন্যজন চায় বসতে। কেউ ঘুমালে অন্যজনের কান্নায় ভেঙে যায় ঘুম। ফলে আমরা বিপাকে পড়েছি।

লাবিবা-লামিসাদের বাবা লালমিয়া বলেন, ঢাকার চিকিৎসকরা বলেছেন, অস্ত্রোপচার করে শিশু দুটিকে আলাদা করতে প্রয়োজন অনেক টাকা, যা আমাদের কাছে নেই।

জলঢাকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম রেজওয়ানুল কবীর বলেন, শিশু দুটির ব্যাপারে সিভিল সার্জনের সঙ্গে কথা হয়েছে। করোনা পরিস্থিতির একটু উন্নতি হলে তাদের চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মাহবুব হাসান বলেন, বিষয়টি জেলা প্রশাসকও জানেন। সমাজের বিত্তবান মানুষ শিশু দুটির চিকিৎসার জন্য এগিয়ে আসবেন বলে আশা করি।

আরও পড়ুন

×