নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আরও ২ আসামির দোষ স্বীকার

প্রতীকী ছবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০ | ০৯:১২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আরও দুইজন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
তারা হচ্ছেন আনোয়ার হোসেন সোহাগ ও রাসেল। তারা দু’জনেই মামলার এজহার বহিরর্ভুত আসামি।
শুক্রবার বিকেলে নোয়াখালী চিফ জ্যুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসলে উদ্দিন মিজান তাদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন।
এর আগে বুধবার সন্ধ্যায় মামলার দুই নং আসামি মো. রহিম ও এজাহার বর্হিভূত আসামি স্থানীয় একলাশপুর ইউপি মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ দ্বারায় জবানন্দি দিয়েছিলেন।
মামলার তদন্ত কারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মোস্তাক আহম্মেদ এসব তথ্য সমকালকে নিশ্চিত করেছেন।
নোয়াখালী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, শুক্রবার দুপুরে সোহাগ ও রাসেলকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২নং আমলী আদালতে হাজির করা হয়। আদালতের জ্যেষ্ঠ হাকিম এস এম মোসলে উদ্দিন মিজান ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে আসেন। বিষয়টি দেখে স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার রাত ১০টার দিকে লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করেন। পরে পর পুরুষের সঙ্গে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। গত ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৪ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।