অল্পের জন্য যৌনপল্লিতে বিক্রির হাত থেকে রক্ষা

প্রতীকী ছবি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ | ১০:৪৫
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির হাত থেকে রক্ষা পেলেন এক তরুণী। শুক্রবার রাতে পল্লি-সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। মেয়েটির বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়।
শনিবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় তরুণী জানান, তিন বছর আগে তার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। নানা কারণে বছর খানেক আগে তার বিচ্ছেদ হয়ে যায়। বাবার বাড়িতে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে দৌলতদিয়ার বাসিন্দা লিনা নামে এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। লিনার সঙ্গে তার একাধিকবার সাক্ষাতও হয়। লিনার জন্মদিন উপলক্ষে তাকে তাদের বাড়িতে আসতে বলা হয়। এজন্য লিনা টিটো নামে এক যুবককে তাকে আনতে পাঠায়। গত বৃহস্পতিবার টিটো তাকে নিয়ে দৌলতদিয়ার একটি বাড়িতে রেখে যায়। একপর্যায়ে তরুণী জানতে পারে, তাকে যৌনপল্লিতে পাচারের জন্য এখানে আনা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরে ওই বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া তরুণীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে ওই তরুণীকে স্থানীয় উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতি (এমএমএস) পরিচালিত সেভ হোমে রাখা হয়।
মুক্তি মহিলা সমিতির কর্মকর্তা আতাউর রহমান খান জানান, সহকারী কমিশনার ও ইউএনওর নির্দেশে আমরা ওই তরুণীকে সেভ হোমে রাখি। তাদের নির্দেশেই শনিবার তাকে গোয়ালন্দ ঘাট থানায় পৌঁছে দিই।
এ ব্যাপারে থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শনিবার রাত ৩টার দিকে ৯৯৯ থেকে ফোনে ওই তরুণীকে উদ্ধারের নির্দেশনা আসে। এ ব্যাপারে ইউএনওর পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- গোয়ালন্দ
- দৌলতদিয়া
- যৌনপল্লি
- যৌনপল্লিতে বিক্রি