দাগনভূঞায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০ | ০৩:২৬
ফেনীর দাগনভূঞায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফুর রহমান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার আমিরগাঁও বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুর একই উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আবুল কাশেম টিপু ছেলে।
পুলিশ ও ভূক্তভোগী জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার আমিরগাঁও বাজার থেকে ওই নারী বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি স্থানীয় আব্বাস আলী ভূঞা বাড়ি এলাকার পাকা সড়কের পূর্ব পাশে পৌঁছলে গ্রেপ্তার আরিফুর রহমান তাকে ধরে খালি জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এবং আরিফুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই যুবককে আসামি করে মামলা করেন।
দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ফেনী
- দাগনভুঞা
- ধর্ষণচেষ্টা
- চট্টগ্রাম
- দাগনভূইয়া