পুলিশ পরিচয়ে ব্যাংকের এজেন্টের কাছ থেকে ২৮ লাখ টাকা লুট

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২০ | ০৩:৩৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২০ | ০৪:৫৩
ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট মো. আবু জাফর শাহীনের (৪৮) কাছ থেকে ২৮ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আবু জাফর সোনাগাজী উপজেলার চরলক্ষীগঞ্জ গ্রামের ছাদত আলী মুহুরী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকেলে সোনাগাজী উপজেলার কুঠিরহাট ও তাকিয়া বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট মো. আবু জাফর শাহীন দাগনভূঞা ইসলামী ব্যাংক থেকে একাটি কালো ব্যাগে নগদ ২৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকা, ৪৮ টিএটিএম কার্ড, এমটিভিআর নিয়ে মোটরসাইকেল যোগে রওয়ানা হন। তাকে বহনকারী মোটরসাইকেলটি উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্থানে পৌঁছলে পেছন থেকে সাদা রংয়ের একটি প্রাইভেট কার থেকে পাঁচ জন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলের গতি রোধ করে পুলিশ পরিচয়ে তার দুই হাতে হ্যান্ডক্যাম্প পরায়। এ সময় তারা শাহীনের ব্যাগের ভেতর ইয়াবা রয়েছে বলে জোরপূর্বক টানাহেছড়া করে তাকে গাড়িতে তোলে। এসময় তার প্যান্টের পকেট নগদ ১২ হাজার টাকা, ১৪ টাকা দামের একটি অপ্পো মোবাইল সেট, দুই হাজার একশত টাকা দামের স্যামসং মোবাইল সেটসহ ব্যাগে রাখা নগদ ২৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকা নিয়ে তাকে কুমিল্লার দয়াপুর নামক স্থানে ফেলে যায়।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন অফিসার ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। রাতেই ইসলামী ব্যাংকের এজেন্ট মো. আবু জাফর শাহীন বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন।
ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ম্যানেজার মো. জাফর উদ্দিন জানান, ইসলামী ব্যাংকের এজেন্ট মো. আবু জাফর শাহীন কুঠিরহাট ও তাকিয়া বাজার এজেন্ট ব্যাংকিংয়ে কাজ করত। তিনি ব্যাংকের সহযোগিতা চাননি। চাইলে পুলিশের সহযোগিতায় টাকা পৌঁছে দেওয়া হতো।
মামলার বাদী আবু জাফর জানান, সব সময় টাকা নিয়ে তিনি ফাজিলের ঘাট ব্রেইলী ব্রিজ দিয়ে যাতায়াত করতেন। ব্রিজের নির্মাণ কাজ চলার কারণে উত্তর আলীপুর উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ সড়ক দিয়ে ওই দিন যান।
মামলার তদন্তকারী অফিসার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ডাকাত দলের সন্ধানে পুলিশ কাজ করছে।