ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘নদী শাসন না করে তীর সংরক্ষণ কখনোই টেকসই হবে না’

‘নদী শাসন না করে তীর সংরক্ষণ কখনোই টেকসই হবে না’

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০ | ০৭:০৬

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে- নদী শাসন এবং তীর সংরক্ষণ করতে হবে। নদী শাসন না করা গেলে আমরা যতোই তীর সংরক্ষণ করি না কেন সেটা কখনোই টেকসই হবে না।

তিনি বলেন, ‘নদী শাসন করার জন্য শ্রীপুরের নদীর মাঝের চরটি কাটার নির্দেশনা দিয়েছি। আমি যদি টেন্ডারে যেতাম, তাহলে এ প্রকল্প পাশ করাতে একবছর লাগতো এবং অনেক ব্যয়বহুল হতো। এজন্য আমি পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার এনে নদী কাটার কাজ শুরু করি। র ফলে বিগত সময়ের থেকে এবারে শ্রীপুরে নদী ভাঙ্গন কম হয়েছে।’

শনিবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দাদের নদী ভাঙ্গন থেকে রক্ষায় নদী ড্রেজিং কার্যক্রম পরিদর্শন উপলক্ষে স্থানীয়ভাবে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এখানে (শ্রীপুরে) আরো কিছু কাজ করতে হবে, আর তা দেখতেই এখানে আমি এসেছি যে- কোথায় কতটুকু কাজ আরো করতে হবে। যাতে করে আগামী বর্ষায় আর শ্রীপুর না ভাঙ্গে। মেহেন্দিগঞ্জের উলানিয়া ও হিজলায় আমাদের প্রকল্প চলমান রয়েছে।’

নদীশাসনের গুরুত্ব নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নদী শাসনের বিকল্প নেই। তাই নদীর স্রোতের গতিপথ যদি মাঝামাঝি দিয়ে করতে পারি তাহলে শ্রীপুরের দিকে পানির ধাক্কাটা কম হবে এবং শ্রীপুরের দিকে ভাঙ্গনও হবে না।’

নদী পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ-এমপি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×