ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সোনার বাংলা গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

সোনার বাংলা গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০ | ০৭:৩১

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেন্দ্র, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার বিকেলে মন্ত্রীর বাসভবনে নওগাঁ-১ আসনের নিয়ামতপুর পোরশা সাপাহার উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনে নৌকার ভোট করেছেন ,তারাই সাচ্ছা আওয়ামী লীগ। আর যারা জাতীয় নির্বাচনের পরে উপজেলা, ইউনিয়নে নৌকার ভোট করেছেন, তারা শরীরের ময়লা সাফ করার জন্য নৌকায় উঠেছেন। তাদেরকে বাদ দেওয়া যাবে না, তবে নজরদারীতে রাখতে হবে।

নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান সামসুল আলম শাহ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন

×