বোন ডেকে সম্পর্ক, নারীকে অপহরণকালে যুবক আটক

প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০ | ০৯:০৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) গেট এলাকা থেকে এক নারীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীকে আটক করে স্থানীয়রা পুলিশে দেয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর আখালিয়া বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার আরও দুই সহযোগী পালিয়ে যায়।
আটক ব্যক্তির নাম আমিন আল সালেহ (সুমন)। তার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের হাসকুড়ি গ্রামে।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আকিল উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে সমকালকে জানান, তার বিরুদ্ধে মামলা হচ্ছে।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁওয়ের বাসিন্দা ও বর্তমানে শাবি গেটে বসবাসকারী সায়রা নামের এক নারীর সঙ্গে সুমন ফোনে ভাই-বোনের সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার বিকালে সুমন তার এলাকা থেকে মাছ নিয়ে আসছে বলে সায়রাকে জানায়। সন্ধ্যায় শাবি গেটের সামনে এসে ফোন করে তাকে বাসার সামনে আসতে বলেন। সরল বিশ্বাসে সায়রা বের হয়ে আসলে সুমন ও তার আরও দুই সহযোগী সায়রাকে জাপটে ধরে। ওই সময় জোরপূর্বক সায়রাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে তারা নগরীর দিকে পালাতে থাকে। বিজিবি গেটের ধানুহাটা রাস্তার মুখে আসলে সায়রা চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় অটোরিকশা থামিয়ে সুমনকে আটক করে পুলিশে খবর দেয়।
স্থানীয় ধানুহাটার বাসিন্দা, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সমকালকে বলেন, জনরোষ থেকে সুমনকে উদ্ধার করে পুলিশে দিয়েছি। সে নারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল।