শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০ | ০৮:১০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ | ০৮:১৯
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের মুহতামিম, মুহিউস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার এক শিশুকে (১৩) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক হাফেজ মো. ফয়জুল্লাহকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষক মো. হাফেজ ফয়জুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আইনপুর গ্রামের মৃত মৌলভী আবু হানিফের ছেলে।
রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে বলাৎকারের অভিযোগে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভিকটিম শিশুটি ওই মাদ্রাসার হাফেজি বিভাগের ছাত্র। মাদ্রাসার আবাসিক কক্ষে অন্য শিক্ষার্থীদের সঙ্গে থাকত। শিক্ষক হাফেজ মো. ফয়জুল্লাহ প্রায়ই তাকে যৌন নিপীড়ন করে আসছিল। গত ৭ নভেম্বর দুপুরে তাকে মারধর ও নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন শিক্ষক। পরে শিশুটি বিষয়টি মাকে জানালে তিনি রোববার বিকেলে স্থানীয় আবু তাহের, আয়েশা বেগম এবং গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান। এসময় তারা শিশুটিকে সঙ্গে নিয়ে ওই মাদ্রাসার হাফেজ মো. ফয়জুল্লাহকে আটকে করে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবত বলাৎকারের কথা স্বীকার করে তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা দাউদকান্দি থানার এসআই রাজিব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।