ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মেরে মার হাত ভেঙে দিল ছেলে

মেরে মার হাত ভেঙে দিল ছেলে

নির্যাতিত কোকিলা ও গ্রেপ্তার দৌলত -সমকাল

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০ | ০৭:০০

বৃদ্ধ মা কোকিলা আক্তারকে মারধর করে হাত ভেঙে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ছেলে দৌলত মিয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা আদালতে পাঠিয়েছে। পরে আদালতের বিচারক দৌলত মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

নির্যাতিত ওই বৃদ্ধার বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত দেওয়ান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে দৌলত মিয়া, ছেলের বউ সুফিয়া ও নাতি জুনাইদ বৃদ্ধা কোকিলা আক্তারকে বসত ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দেয় এবং লোহার রড ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে। এতে কোকিলা আক্তারের ডান হাত ভেঙে যায়। এ ঘটনায় কোকিলা আক্তার ছেলে দৌলত মিয়া, ছেলের বউ সুফিয়া ও নাতি জুনাইদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দিলে মঙ্গলবার রাতে তা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী দৌলত মিয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার নেত্রকোণা আদালতে পাঠিয়েছে। 

কেন্দুয়া থানার (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, বৃদ্ধ মাকে মারপিট করে হাত ভেঙে দেওয়ার অভিযোগে ছেলে দৌলত মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

×