ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মৌলভীবাজারের সব থানায় বসল আইপি ক্যামেরা

মৌলভীবাজারের সব থানায় বসল আইপি ক্যামেরা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ১০:২৩

মৌলভীবাজারে পুলিশি সেবা জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। জেলার সাতটি থানা ও পুলিশের বিভিন্ন দপ্তরে বসানো হয়েছে আইপি ক্যামেরা। নিজের অর্থায়নে এ উদ্যোগ নিয়েছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি এর নাম দিয়েছেন 'ডিজিটাল আই'। রোববার ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

জানা যায়, অনলাইনভিত্তিক আইপি ক্যামেরার আওতাভুক্ত করায় যে কোনো স্থান থেকে যে কোনো সময় মোবাইল ফোনের মাধ্যমে থানার কার্যক্রম তদারক করা যাবে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান বলেন, এ উদ্যোগ পুলিশ সম্পর্কে মানুষের কাছে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংশ্নিষ্ট সূত্র জানায়, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও সদর থানার কার্যক্রম পরিচালনার বিষয়টি এখন জেলা সদর থেকে এই ডিজিটাল আইর মাধ্যমে মনিটর করা সম্ভব হবে।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আইপি ক্যামেরা সংযোজন করায় পুলিশের প্রত্যেক সদস্যের কাজে গতিশীলতা বাড়বে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন

×