ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে বিদেশি নোট বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে বিদেশি নোট বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০ | ০৪:৪৬

চট্টগ্রামে বিদেশি মুদ্রা বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর হালিশহর ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দু'জন হলেন-বরগুনা জেলার তালতলী থানার হরিণখোলা গ্রামের মো. আবু হানিফের ছেলে মো. জয়নাল আবেদীন ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মুকিপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. জাহান হোসেন সুমন। জয়নাল বায়েজিদের শেরশাহ ও সুমন হালিশহর বড়পুকুরপাড় এলাকায় থাকেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গত বুধবার জুযার মোহাম্মদ হোসাইন নামে এক ব্যক্তি এনায়েত বাজার এবি ব্যাংক থেকে ৭০ হাজার টাকা তুলে বাসায় যাচ্ছিলেন। কাজির দেউড়ি এলাকায় পৌঁছলে সিএনজি অটোরিকশা চালক সুমন তার কাছে কিছু বিদেশি টাকার নোট আছে বলে জানিয়ে সেগুলো কোথায় ভাঙ্গানো যায় জানতে চান। এসময় দু'জন ব্যক্তি আসেন। তাদের একজন জানান, একেকটি নোটের দাম ২২ হাজার টাকা। এর মধ্যে একজন ১৫ হাজার টাকা করে নোটগুলো কিনতে চান। সুমন রাজি হয়ে তার কাছে দুইটি নোট ৩০ হাজার টাকায় বিক্রি করেন। অপর চারটি নোট জুযার মোহাম্মদ হোসাইন কিনবেন কিনা জানতে চান সুমন। তিনি রাজি হয়ে ৬০ হাজার টাকায় চারটি নোট কিনে নেন। নোটগুলো বাসায় নিয়ে তার ছেলেকে দেখান। ছেলে জানান, ওমানের এক’শ বাইসা মূল্যমানের এসব নোটের মূল্য মাত্র ২২ টাকা। বিষয়টি জেনে হতভম্ব হয়ে পড়েন তিনি। পরে কাজির দেউড়ি মোড়ে এসে কর্তব্যরত পুলিশকে প্রতারিত হওয়ার বিষয়টি জানান। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে সিএনজি অটোরিকশাটি শনাক্ত করেন। এরপর সিএনজি অটোরিকশাচালক জাহান হোসেন সুমনকে গ্রেপ্তার করেন। তার দেয়া তথ্য অনুযায়ী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন জুযার মোহাম্মদ হোসাইন।


আরও পড়ুন

×