ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রতীকী ছবি

সুন্দরগঞ্জে (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০ | ০৩:৩০

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সোলায়মান আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আমিন উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে দিনমজুর ছেলের অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণ করে আসছিলেন সোলায়মান। শ্বশুরের হুমকির কারণে পুত্রবধূ বিষয়টি কাউকে জানাননি। অবশেষে অত্যাচার সইতে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান ওই নারী। পরে পরিবারের সদস্যদের পরামর্শে ওই গৃহবধূ থানায় মামলা করলে পুলিশ শ্বশুরকে গ্রেপ্তার করে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানার পর পুত্রবধূকে ডেকে নিয়ে এসে তার কার্যালয়ে জিজ্ঞাসা করা হলে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি। কিন্তু পরে আবার থানায় মামলা করেছেন ওই নারী। 

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, ওই বৃদ্ধকে গ্রেপ্তারের পর রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×